Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনার অন্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রনে ঝুঁকি কম’

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১ ২২:৩৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ০৩:২১

করোনাভাইরাসের আগের সকল ভ্যারিয়েন্টের চেয়ে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি কম। দক্ষিণ আফ্রিকার নতুন এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি)-এর অধ্যাপক চেরিল কোহেন নতুন এ সমীক্ষার বিষয়ে বলেন, ‘আমাদের পরিসংখ্যানগুলো পর্যালোচনা করলে দেখা যায়, করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনের তীব্রতা কম। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন এমনভাবে আচরণ করছে যা দেখে মনে হচ্ছে এটি কম গুরুতর।’ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

এনআইসিডির ডা. ওয়াসিলা জাসাত বলেন, ‘চতুর্থ তরঙ্গে আমরা করোনার তীব্রতা কম দেখছি, এর একটি বড় কারণ হতে পারে ইতোমধ্যে অনেকেই ভ্যাকসিনের আওতায় এসেছেন এবং অনেকেই আগে আক্রান্ত হয়েছেন, এতে বিশাল সংখ্যক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে।’

এর আগে দক্ষিণ আফ্রিকার শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞরা বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ার কিছু দিনের মধ্যে তা হ্রাস পেতে শুরু করে। এর অর্থ হলো, দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে মহামারির চতুর্থ ঢেউ চূড়া স্পর্শ করে আবার তা হ্রাস পেতে শুরু করেছে।

সারাবাংলা/আইই

ওমিক্রন ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনাভাইরাস টপ নিউজ দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর