Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারে শেষ শ্রদ্ধা নিয়ে চিরঘুমে শহিদজায়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২১ ১৭:৫৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ০০:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার লোকে লোকারণ্য। কারও হাতে ফুল, কারও হাতে লাল-সবুজের পতাকা। শ্রদ্ধার ডালি নিয়ে আসা কারও চোখের জল বাধা মানেনি। এর মধ্যে কফিনে এলেন মুক্তিযুদ্ধের শব্দসৈনিক বীর ‍মুক্তিযোদ্ধা শহিদজায়া বেগম মুশতারী শফী। দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি যাদের মুক্তিযুদ্ধের চেতনার দীক্ষা দিয়েছিলেন, শেষবারের মতো তাদের শ্রদ্ধা সঙ্গী হয়েছে তার বিদায়যাত্রায়। জীবদ্দশায় মায়ের রেখে যাওয়া একটি শপথবাক্য পাঠ করেন বেগম মুশতারী শফীর মেয়ে। সেই শপথবাক্যে কণ্ঠ মেলান শত শত মানুষ, যে শপথবাক্যে বেগম মুশতারী শফী মুক্তিযুদ্ধের চেতনা এবং একাত্তরের ঘাতকদের সঙ্গে আপস না করার দৃপ্ত আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের এনায়েতবাজারের মুশতারী লজ থেকে কেন্দ্রীয় শহিদ মিনার, এরপর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গন হয়ে বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর চৈতন্যগলি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বাধীনতার বীরকন্যা উদীচী চট্টগ্রামের সভাপতি বেগম মুশতারী শফী।

বুধবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে প্রয়াত বেগম মুশতারী শফীকে শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগেই শহিদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র-যুব সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হন।

শ্রদ্ধা জানাতে আসা একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘বেগম মুশতারী শফীর জীবন ত্যাগ ও সংগ্রামের জীবন। মুক্তিযুদ্ধে তিনি স্বামী ও ভাইকে হারিয়েছেন। এরপরও দমে যাননি। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, নিজে সেখানে অংশ নিয়েছেন শব্দসৈনিক হিসেবে। ষাটের দশকে এদেশের পিছিয়ে থাকা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরীব পরিবারের নারীদের সংঘটিত করে তাদের অধিকার আদায়ে কাজ করেছেন। স্বাধীন বাংলাদেশে তিনি লেখালেখি করেছেন, সাংস্কৃতিক আন্দোলন করেছেন। উনার সবচেয়ে বড় অবদান ঘাতক-দালালদের বিচারের আন্দোলন। সাহসী ভূমিকা নিয়ে তিনি এদেশের প্রগতিশীল সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবকের ভূমিকা পালন করে গেছেন। তাঁকে হারিয়ে আজ আমাদের অত্যন্ত শোকের দিন।’

আরও পড়ুন: শহিদজায়া মুশতারী শফী আর নেই

শহিদজায়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তার বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী শুধু বেগম মুশতারী শফীর স্বামী-ভাইকে নৃশংসভাবে হত্যা করেনি, উনার বাড়িঘর লুটপাট করে ধ্বংস করে দিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর সেই ধ্বংসাবস্থা থেকে তিনি উঠে দাঁড়িয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষে এদেশের সকল সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন।’

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ বলেন, ‘আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমাদের অনেকের যুদ্ধ একাত্তর সালের ষোলই ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বেগম মুশতারী শফীর যুদ্ধ শেষ হয়নি। তিনি আজীবন যুদ্ধ করে গেছেন। যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক, মৌলবাদী শক্তির বিরুদ্ধে তিনি লড়াই করে গেছেন।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমরা যারা নিজেদের প্রগতিশীল হিসেবে দাবি করি, বেগম মুশতারী শফী ছিলেন আমাদের বাতিঘর। মুক্তিযুদ্ধের পক্ষে এদেশের সকল আন্দোলন-সংগ্রামে ছিল উনার সরব উপস্থিতি। আমরা দেশের নানা সংকটে, ক্রান্তিকালে উনাকে রাজপথে পেয়েছি। উনি কখনোই মানুষকে ছেড়ে যাননি, একইভাবে মানুষও উনাকে শ্রদ্ধার আসনে রেখেছেন। বেগম মুশতারী শফীর শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে আসা এত মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে।’

সিপিবি, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘বেগম মুশতারী শফীর পুরো পরিবার ছিল কমিউনিস্ট পার্টির অত্যন্ত সুহৃদ। পাকিস্তানে আমলে যখন বারবার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়, তখন উনার বাসা ছিল গোপন পার্টির নেতাদের আশ্রয়স্থল। এমনকি মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে বামপন্থী মুক্তিযোদ্ধারা উনার বাসায় অস্ত্র রেখে এসেছিলেন। সেই অপরাধে উনার স্বামীকে হত্যা করা হয়। উনার ভাইকেও হত্যা করা হয়। স্বামী-ভাইয়ের বিয়োগব্যাথা বুকে নিয়ে উনি ৫০ বছর ধরে বাংলাদেশে সমাজ-প্রগতির সংগ্রাম করে গেছেন। যুদ্ধাপরাধীদের পুনরুত্থানের বিরুদ্ধে লড়েছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছেন, লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধেও লড়েছেন। সংস্কৃতির সংগ্রামে তিনি নিজেকে নিবেদিত করে বিদায় নিয়েছেন। তিনি আমাদের ‍হৃদয়ে থাকবেন।’

উদীচী চট্টগ্রামের সহ-সভাপতি ডা. চন্দন দাশ বলেন, ‘বেগম মুশতারী শফীর নেতৃত্বে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন করেছিলাম। এমনকি যখন গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হল, উনি এসে লাখো তরুণকে শপথবাক্য পাঠ করালেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপসের বিরুদ্ধে উনি বারবার গর্জে উঠেছেন। সংস্কৃতির সংগ্রামের মধ্য দিয়ে গরীব-মেহনতি মানুষের অধিকার আদায় এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার জন্য তিনি উদীচীতে নেতৃত্ব দিয়ে গেছেন। যে আদর্শের পতাকা তিনি আমাদের দিয়ে গেছেন, আমরা সেটা আমৃত্যু বহন করে নিয়ে যাব।’

বেগম মুশতারী শফীর সন্তান মেহরাজ তাহসান শফী বলেন, ‘আমার বাবাকে আমরা একাত্তরে হারিয়েছি। আমার মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন। তিনি শুধু পরিবারের গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকেননি। লড়াই-সংগ্রাম করেছেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন। কোনো পদক কিংবা পুরস্কারের জন্য করেননি। কিন্তু জীবিত অবস্থায় তিনি যদি রাষ্ট্রীয় পদকে ভূষিত হতেন, আমরা শান্তি পেতাম। আমার মা যে আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার পথে যদি বাংলাদেশ অবিচল থাকে, আমার মায়ের আত্মা শান্তি পাবে।’

উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তার পরিচালনায় শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, ঘাতক-দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল ও ওমর কায়সার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের শৈবাল চৌধুরী, মহিলা পরিষদের লতিফা কবীর, সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, সাবেক ছাত্রনেতা জামশেদুল আলম চৌধুরী, আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী, বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরওয়ার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামল কুমার পালিত, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল হালিম দোভাষ, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত।

বেগম মুশতারী শফীর মেয়ে রুমানা শফী শ্রদ্ধা জানানোর কর্মসূচির মধ্যে একটি শপথবাক্য পাঠ করেন। তিনি জানিয়েছেন, জীবদ্দশায় তার মায়ের রেখে যাওয়া শপথবাক্যটি তিনি পেয়েছেন। এতে বলা হয়, ‘যারা ১৯৭১-এ নির্বিচারে গণহত্যা চালিয়েছে এবং নৃশংসভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সে খুনিদের সাথে কোনো আপস হতে পারে না। অতীতের সব ত্রুটি বিচ্যুতি ঝেড়ে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা দেশে প্রতিষ্ঠিত হোক।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। খেলাঘরের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজা খানম, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন, খেলাঘরের সভাপতি পান্না কায়সারের পাঠানো শোক বিবৃতি পাঠ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, সিপিবি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ, গণসংহতি আন্দোলন, বাম গণতান্ত্রিক জোট, গণজাগরণ মঞ্চ, উদীচী চট্টগ্রাম, খেলাঘর চট্টগ্রাম মহানগর, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রজন্ম ৭১, তারুণ্যের উচ্ছ্বাস, অগ্নিবীণা পাঠাগার, মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সৃজনশীল প্রকাশক পরিষদ, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, গণমুক্তি ইউনিয়ন, সাম্যবাদী দল, কণ্ঠনীড় আবৃত্তি সংগঠন, ওড়িশি এন্ড টেগোর ডেন্স মুভমেন্ট, অভ্যুদয়, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সমাজ সমীক্ষা সংঘ, ন্যাপ কমিউনিস্ট পার্টি গেরিলা মুক্তিযোদ্ধা, সিআরবি রক্ষা মঞ্চ, নাগরিক সমাজ চট্টগ্রাম, সম্মিলিত আবৃত্তিজোট, সম্মিলিত আবৃত্তি পরিষদ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সিপিবি নারী সেল, মহিলা পরিষদ, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ, উচ্চারক আবৃত্তিকুঞ্জ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, নারী যোগাযোগ কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এস এম জামশেদ খোন্দকারের নেতৃত্বে প্রয়াত বীর ‍মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফীকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি চৌকস দল। এ সময় তার কফিন লাল-সবুজের জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষে প্রয়াতের জামাতা সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরু এবং মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ এ সময় ছিলেন।

শহিদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বেগম মুশতারী শফীকে বহনকারী কফিন আবারও নগরীর এনায়েতবাজারে মুশতারী লজে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে দুপুর পৌনে ১টায় মরদেহ নেওয়া হয় জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে। জোহরের নামাজের পর নামাজে জানাজা শেষে তাকে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ পতাকা মুশতারী শফী শহিদজায়া