কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২১ ১১:৩৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ১৩:১৩
২২ ডিসেম্বর ২০২১ ১১:৩৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ১৩:১৩
কুষ্টিয়া: জেলার সদর উপজেলার চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়রা চর মিলাপাড়া এলাকার শ্বশান ঘাটের পাশে সবুজের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত সবুজ পূর্ব মিলপাড়ার হায়দার আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণের রাতের কোনো এক সময় ধারালো অস্ত্রদিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করা হয়েছে। নিহত সবুজের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএম