Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো প্রতিষ্ঠানেই নিয়োগ পাবেন না ফারইস্ট লাইফের হেমায়েত উল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ২০:১৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ০০:২৬

ঢাকা: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে বরখাস্ত হওয়া হেমায়েত উল্লাহকে অন্য কোনো বিমা কোম্পানিতেও নিয়োগ না দিতে নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) আইডিআরএ‘র পরিচালক মো. শাহ আলমের সই করা এ নির্দেশনা সংক্রান্ত চিঠি সব বিমা কোম্পানির চেয়ারম্যান ও সিইও বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠির একটি কপি সারাবাংলার হাতে এসেছে।

বিজ্ঞাপন

আইডিআরএ‘র চিঠিতে বলা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গত কয়েক বছরের কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানিতে ব্যাপক অনিয়ম হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন- আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফারইস্টের এমডিকে অপসারণ

এতে আরও বলা হয়েছে, হেমায়েত উল্লাহ ২০১১ থেকে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ওই বিমা কোম্পানিতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি বিমা আইন, ২০১০ ও বিমা আইনের বিভিন্ন বিধিবিধান অনুযায়ী কোম্পানি পরিচালনা করার জন্য দায়ী থাকবেন বলে তার নিয়োগপত্রে সুস্পষ্টভাবে শর্ত আরোপ করা হয়েছিল। কিন্তু তার দায়িত্ব পালনের সময়ে কোম্পানিতে ব্যাপক অনিয়ম হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়, যার জন্য তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী।

চিঠিতে আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিথ্যা তথ্য সংবলিত সম্পদ বিবরণী সরকারের কাছে দাখিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। এছাড়াও তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করার তথ্য কর্তৃপক্ষের কাছে রয়েছে।

বিজ্ঞাপন

হেমায়েত উল্লাহর কর্মকাণ্ডের ফলে বিমা শিল্পের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ওই কোম্পানিতে বিমা পলিসি গ্রাহকরা তাদের ন্যায্য দাবি পাচ্ছেন না। ফলে জনমনে বিমা শিল্পের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং বিমা প্রতিষ্ঠানগুলো নতুন ব্যবসা আহরণে ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

এসব কারণ উল্লেখ করে বিমা শিল্প তথা বিমা গ্রাহকদের স্বার্থ রক্ষায় এবং দুদক ও কর্তৃপক্ষের চলমান কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং কর্তৃপক্ষ থেকে অনাপত্তি গ্রহণ ছাড়া হেমায়েত উল্লাহকে কোনো বিমা প্রতিষ্ঠানে নিয়োগ না দিতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও পদ থেকে হেমায়েত উল্লাহকে অপসারণ করে বিমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

সারাবাংলা/জিএস/টিআর

আইডিআরএ টপ নিউজ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ফারইস্ট লাইফ বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হেমায়েত উল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর