করোনায় শুক্রাণুর গুণমান হ্রাস পায়: গবেষণা
২১ ডিসেম্বর ২০২১ ২০:৫৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ০০:১৩
করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পুরুষদের শুক্রাণুর গুণগত মান স্বাভাবিকের চেয়ে হ্রাস পেতে পারে। এ অবস্থা চলতে পারে তিন মাস পর্যন্ত। নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
বেলজিয়ামের স্থানীয় গবেষকরা ১২০ জন পুরুষের উপর গবেষণা চালান। গবেষণায় দেখা যায়, করোনায় আক্রান্ত হলে বীর্য সংক্রমিত হয় না। ফলে বীর্যের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ভয় নেই।
তবে গবেষণায় পাওয়া তথ্য বলছে, গর্ভধারণের ইচ্ছা আছে এমন দম্পতিদের সতর্ক থাকা উচিত, কেননা করোনায় আক্রান্ত পুরুষের শুক্রাণুর মান স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। উল্লেখ্য যে, গবেষণা প্রবন্ধটি এখনও কোনো জার্নাল দ্বারা পর্যালোচনা করা হয়নি।
গবেষকরা জানান, আক্রান্তের তিন মাস পর্যন্ত এ অবস্থা চলতে পারে, এর পরে আস্তে আস্তে শুক্রাণুর গুণমান আগের অবস্থায় ফিরে আসে।
স্কাই নিউজকে গবেষকরা বলেন, আক্রান্তের প্রথম মাসের মূল্যায়নে শুক্রাণুর মান সবচেয়ে মারাত্মক অবস্থায় দেখা গেছে, পরের মাসে প্রথম মাসের চেয়ে কম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়, আর দুই মাস পর শুক্রাণুর মান প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
সারাবাংলা/আইই