Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিব, সম্পাদক ড. জোবায়ের

ঢাবি করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ১৯:২৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ২১:২৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ট্রিপল ই) বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. এ টি এম হাসান জোবায়ের। তারা দু’জনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মোট ১২টি পদে বুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে কেবল একটি পদে ভোটগ্রহণ হয়। বাকি পদগুলোতে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন।

বিজ্ঞাপন

সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, আপ্যায়ন সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং ছয়টি সদস্য পদের মধ্যে কেবল সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন হয়। বাকি সবগুলো পদেই একজন করে প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দু’জন প্রার্থী ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খোরশেদ আলম ও পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক সানিয়া বিনতে মাহতাব। দু’জনের মধ্যে সানিয়া বিনতে মাহতাব ৭৪ ভোট পেয়ে এই পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ড. খোরশেদ আলম পেয়েছেন ৬৭ ভোট।

ভোটগ্রহণ প্রক্রিয়ায় মোট মোট ৪৩২ জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোটার ভোট দেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে।

সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাকিরা হলেন— সহসভাপতি পদে নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া, কোষাধ্যক্ষ পদে পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক. মো. মোস্তফা আলী, যুগ্ম-সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ড. সাজিদ মুহাইমিন চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে বস্তু ও ধাতবকৌশল বিভাগের মনিরুজ্জামান জামাল।

বিজ্ঞাপন

এছাড়া ছয়টি সদস্য পদে জয় পেয়েছেন যথাক্রমে অধ্যাপক ড. এ কে এম বজলুর রশীদ, অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, অধ্যাপক ড. ইশরাত ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সল ও অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান।

সারাবাংলা/আরআইআর/টিআর

অধ্যাপক ড. এ টি এম হাসান জোবায়ের ড. আব্দুল হাসিব চৌধুরী বুয়েট শিক্ষক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর