Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধীরে ধীরে কমবে শৈত্যপ্রবাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ১৭:৩৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৯:০৪

ঢাকা: টানা দুই দিন ধরে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) উত্তরাঞ্চলের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পূর্বাভাস থেকে জানা গেছে, ধীরে ধীরে কমবে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদফতরের পর্যালোচনা অনুযায়ী বর্তমানে দেশের পঞ্চগড়, যশোর, কুড়িগ্রাম এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দিন শেষে তা প্রশমিত হতে পারে। তেঁতুলিয়ায় সর্বনিম্ম ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর টেকনাফে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

সারাবাংলা/জেআর/এসএসএ

শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর