Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেষ ভালো’ দিয়ে বিদায় নিতে চান মাহবুব তালুকদার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ১৭:০৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৭:৫৮

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদপূর্তির আগে অনুষ্ঠিতব্য নির্বাচনগুলো আরও সুন্দর এবং গ্রহণযোগ্য করে বিদায় নেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

চতুর্থ দফা ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মাহবুব তালুকদার বলেন, ‘আমাদের নির্বাচন কমিশনের আয়ুষ্কাল আর হয়ত ৫৫ দিন আছে। এরপর নতুন নির্বাচন কমিশন আসবে। বাংলায় একটা প্রবাদ আছে— যার শেষ ভালো, তার সব ভালো। আমরা শেষ ভালোটাকে সব ভালোর মধ্যে নিয়ে আসতে চাই। এ পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে, সামনের নির্বাচনগুলো তার চেয়ে কিভাবে আরও ভালো করা যায়, আরও সুন্দর নির্বাচন কিভাবে করা যায়, সে বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আমরা আরও সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে অগ্রসর হচ্ছি।’

‘২৬ ডিসেম্বর নির্বাচন হবে, পরবর্তী পর্যায়ের ষষ্ঠ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে, ষষ্ঠ ধাপের নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করব সর্বত্র। এসব বিষয় নিয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সবার সঙ্গে আলোচনা করেছি। উনারা উনাদের অভিমত ব্যক্ত করেছেন।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিয়ে বরাবরের মতো অসন্তুষ্টির কথাও অকপটে বলেছেন মাহবুব তালুকদার। নতুন নির্বাচন কমিশন এই সংস্কৃতির পরিবর্তনে নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নেবেন বলে তিনি আশা করছেন।

তিনি বলেন, ‘একটা সংস্কৃতি দেখা যাচ্ছে যে, ৩৬০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পত্রিকামতে। আর প্রায় ১৬০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন, তারা অন্যান্য প্রার্থী, তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এটা একটা সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের নতুন করে চিন্তা করতে হবে যে, নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এ অবস্থা থেকে আমরা উদ্ধার হতে পারি কি না। সেটা আগামীতে নির্বাচন কমিশনে যারা আসবেন, তারা নিশ্চয়ই এ বিষয়গুলো ভেবে দেখবেন। কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা সমীচীন নয়।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনে ভিন্নমতের জন্য বরাবর আলোচনায় থাকা মাহবুব তালুকদার অবশ্য তাদের মেয়াদকাল নিয়ে ভিন্ন মূল্যায়নে রাজি হননি। এক্ষেত্রে অন্যান্য কমিশনার অবস্থানকেই তিনি মেনে নিয়েছেন বলে জানালেন।

‘এটা তো একেকজনের একেকরকম অনুভূতি। আমার অনুভূতি একরকম, আমার আরও চার জন সহকর্মী আছেন, তাদের অনুভূতি একরকম। আমাদের ব্যক্তিগত অনুভূতির মূল্যায়ন করা উচিত নয়, কমিশন যে অনুভূতি ব্যক্ত করেছে সেটা আমারও। কারণ গণতান্ত্রিক মূল্যবোধে আমি বিশ্বাস করি। তারা যেমন মনে করে যে, নির্বাচন সফল হয়েছে, এককভাবে কোনো বক্তব্য আমরা রাখতে চাই না।’— বলেন মাহবুব তালুকদার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

সারাবাংলা/আরডি/এসএসএ

টপ নিউজ মাহবুব তালুকদার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর