Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবকরাও সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে: জয়

সারাবাংলা ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১ ২৩:৫৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১২:৪০

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের আওয়ামী লীগ সরকার সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি যুবকরাও সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে।

জয় বলেন, যারা দেশের উন্নয়নে সময়, অর্থ ও শ্রম ব্যয় করে আসছেন তারা সোনার বাংলা রূপান্তরের দৃষ্টান্ত। তাদের প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করা। স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে তারা নিজস্ব উদ্যোগে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ ডিসেম্বর) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বক্তব্যও শোনানো হয়।

বঙ্গবন্ধুর দৌহিত্র্য ও আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ১৫টি যুব সংগঠনের কাছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।

জয় বলেন, ‘৫০ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতা এনে দেন। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আমরা খুব কঠিন সময় অতিক্রম করি। ৫০ বছর পর আমরা এখন বলতে পারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হয়েছে।’

এসময় তিনি জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টার চালাতে সবার প্রতি বিশেষ করে যুব সমাজের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ সজীব ওয়াজেদ জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর