Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু সম্প্রীতির পরিবেশ গড়তে আমৃত্যু প্রয়াস চালিয়েছেন’

ঢাবি করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ২৩:৪৮

ঢাবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ও আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনুপম পরিবেশ গড়ার আমৃত্যু নিরন্তর প্রয়াস চালিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃধর্মীয় চেতনা বিকাশের পাশাপাশি অসাম্প্রদায়িকতার বীজ বপন করেছিলেন।’

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সসের (কারাস) উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শীর্ষক আলোচনা সভায় অষ্টম পর্বে তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কারাসের রিসার্চ ফেলো হাসান নিটোলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম।

দেশের সব মানুষের ধর্মীয় স্বাধীনতা দান এবং ধর্ম পালনের অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করেছেন বলে অভিমত দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সবসময় ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এছাড়া তিনি শরিয়তবিরোধী বিভিন্ন বিষয় তথা ঘুষ, চোরাকারবারি, মজুতদারি, জুলুম-নির্যাতন, সন্ত্রাস- এসব কিছুর বিরুদ্ধে সারাজীবন সোচ্চার ছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে স্বল্প সময়ের মধ্যে পুনর্গঠন করেছিলেন। এর মধ্যে ইসলামের খেদমতে অনেক কাজ করেছেন। এছাড়া অন্য ধর্মাবলম্বীদের অধিকারের বিষয়ে তিনি সোচ্চার ছিলেন। দেশের সব মানুষের ধর্মীয় স্বাধীনতা দান এবং ধর্ম পালনের অধিকার নিশ্চিতে সারাজীবন কাজ করেছেন।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় ‘বঙ্গবন্ধুর ধর্মীয় ও আন্তঃধর্মীয় চেতনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ ধর্মের প্রতি আনুগত্য আর অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ছিল ধর্মীয় ক্ষেত্রে তাঁর অনুসৃত মূলনীতি; যা তিনি সর্বাবস্থায় আমৃত্যু অকপটে ধারণ করেছেন।’

তিনি বলেন, ‘ব্যক্তিজীবনে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ছিলেন, মানবতাবাদী আদর্শ ধারণ ও লালন করেছেন, প্রাত্যহিক কর্মকাণ্ডে ধর্মীয় সম্প্রীতির বিষয়টি তুলে এনেছেন এবং তাঁর সংগ্রামী জীবনেও তা চিত্রিত করেছেন। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সর্বদা দেশমাতৃকার অবস্থানকে ঊর্ধ্বে তুলে ধরে গোটা দেশে অসাম্প্রদায়িক ও আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনুপম পরিবেশ গড়ার আমৃত্যু নিরন্তর প্রয়াস চালিয়েছেন।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফকরুল আলম বলেন, ‘বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার বিষয়ে যে চিন্তা করতেন, সে বিষয়ে আমাদের জানা ও বিশ্লেষণ দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কীর্তিময় জীবন ও কর্মে, চিন্তা ও দর্শনে এবং প্রায়োগিক সকল অর্থে ধর্মীয় চেতনার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন, কারাসের পরিচালক অধ্যাপক ড. আবদুল বাছিরসহ অনেকে।

সারাবাংলা/আরআইআর/এমও

আমৃত্যু প্রয়াস কারাস ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর