Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিগারেটের জাল স্ট্যাম্প, বাপ্পু এন্টারপ্রাইজের ব্যাংক হিসাব তলব

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ২২:৪৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ২৩:৩৫

ঢাকা: মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা সিগারেটের জাল স্ট্যাম্পের পণ্য খালাসের চেষ্টার অভিযোগে চট্টগ্রামের বাপ্পু এন্টারপ্রাইজের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়ের করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ। পণ্য চালানটি খালাস নিতে পারলে সরকারের প্রায় ১৩০ কোটির রাজস্ব হানি ঘটত বলেও জানিয়েছে চট্টগ্রাম কাস্টম। এই মামলার পরিপ্রেক্ষিতে বাপ্পু এন্টারপ্রাইজের ব্যাংক হিসাব তলব করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বিজ্ঞাপন

গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টম হাউজ বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়ের করে। ভ্যাট গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সোমবার (২০ ডিসেম্বর) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মইনুল জানান, এ ঘটনায় ভ্যাট ফাঁকির অভিযোগ তদন্তের জন্যে যুগ্মপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে, বাপ্পু এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি এর আগেও সিঅ্যান্ডএফ এজেন্ট মধুমতি অ্যাসোসিয়েটস লিমিটেডের সহায়তায় সাতটি বিল-অব-এন্ট্রি-তে ‘এ-৪ পেপার’ ঘোষণায় পণ্য খালাস করেছে।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি ওই সব চালানেও একই রকম জাল ব্যান্ডরোল খালাস করেছে। এতে সরকার বিপুল পরিমাণ ভ্যাট ও সম্পূরক শুল্ক থেকে বঞ্চিত হয়েছে। তদন্ত কমিটি কোন কোন সিগারেট ফ্যাকটরি ওই সব ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকি দিয়ে থাকতে পারে, সেটিও অনুসন্ধান করবে।

ভ্যাট গোয়েন্দা অধিদফতর জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেট খাত থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকার ভ্যাট আহরণ করে। সিগারেট ফ্যাকটরি থেকে বাজারজাত করার মাধ্যমে সরকার অনুমোদিত ব্যান্ডরোল প্রতিটি সিগারেটের প্যাকেটে ব্যবহার করার বাধ্যবাধকতা রয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউজের একটি বিশেষ টিম মিথ্যা ঘোষণায় ‘এ-৪ পেপার’ ঘোষণায় জাল ব্যান্ডরোল খালাসের সময় আমদানিকারক বাপ্পু এন্টারপ্রাইজের একটি পণ্য চালান আটক করে। চালানটি চীন থেকে আমদানি করা হয়।

ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা গেছে, এরই মধ্যে বাপ্পু এন্টারপ্রাইজের মূসক নিবন্ধন ফর্ম-২.১-এ উল্লেখ করা ইউনিয়ন ব্যাংক লিমিটেডে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির নামে বা কার্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যাংকের তথ্যপ্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠান দু’টির সার্বিক তথ্য পর্যালোচনা করে শিগগিরই ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকি দেওয়ার প্রচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদফতর।

সারাবাংলা/এসজে/টিআর

বাপ্পু এন্টারপ্রাইজ ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর