Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

সারাবাংলা ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১ ২৩:৩২

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষের জন্য নরসিংদির রায়পুরায় চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা ও দুঃস্থ শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবারের (২০ ডিসেম্বর) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান শিকদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষ।

চিকিৎসা শিবিরে প্রায় ৩ হাজার ৮৪৭ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ৪৩৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

সারাবাংলা/এমও

চিকিৎসাসেবা যমুনা ব্যাংক যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর