Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিব পদে পদোন্নতি ৫ আমলার, রদবদল আরও ৫ পদে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ২০:১৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ২৩:৫৪

ঢাকা: জ্বালানি, শিক্ষা, দুর্নীতি দমন কমিশন (দুদক), সেতু বিভাগসহ সরকারের গুরুত্বপূর্ণ ১০টি মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের সচিব পর্যায়ে পরিবর্তন এনেছে সরকার। এর মধ্যে পাঁচ জন সচিবের দফতর বদল করা হয়েছে। অন্যদিকে সচিব পদে পদোন্নতি দিয়ে আরও পাঁচ জনকে পদায়ন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা আলাদা আদেশ ও প্রজ্ঞাপনে এসব রদবদলের তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা আদেশে পাঁচ সচিবের দফতর বদল করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়া একই আদেশে সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রমেন্দ্রনাথ বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের রেক্টর (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, আলাদা এক প্রজ্ঞাপনে পাঁচ জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পাঁচ জন হলেন— প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর, বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী।

বিজ্ঞাপন

এই পাঁচ জনের মধ্যে মাহবুব হোসেনকে দুদক সচিব, আব্দুল হামিদ জমাদ্দারকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব, হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং সাইফুল হাসান বাদলকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। তবে আমিন উল্লাহ নুরীকে পদোন্নতি দিয়ে রাজউকেই রাখা হয়েছে।

সারাবাংলা/জেআর/টিআর

অতিরিক্ত সচিব টপ নিউজ সচিব পদে রদবদল

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর