Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের সঙ্গে অভিমানে ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ২০:০৪

লালমনিরহাট: ডিম ভেজে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে অর্জুন বিশ্বাস (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২০ ডিসেম্বর) সদর উপজেলার কুলাহাট বাজারের পার্শ্ববর্তী মাঝিপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

অর্জুন ওই মাঝিপাড়া এলাকার হরেন বিশ্বাসের একমাত্র ছেলে। অর্জুন দক্ষিণ কুলাহাট ব্রাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

অর্জুনের সহপাঠীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার জন্য তার বাড়িতে ডাকতে গিয়ে দেখে অর্জুন ঘরের ধর্নার সঙ্গে ঝুলছে।

কুলাহাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলি মাস্টার জানান, তার মা অঞ্জনা বিশ্বাস তার স্কুলে দেরি হওয়ায় ডিম ভেজে না দেওয়ায় অভিমান করে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে ধারনা করা হচ্ছে ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহ্ আলম জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

লালমনিরহাট

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর