সারাবাংলায় প্রতিবেদন— তোরণ থেকে ছবি সরল ২ আ.লীগ নেতার
২০ ডিসেম্বর ২০২১ ১৯:৫৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ২৩:২০
ঢাকা: নেত্রকোনায় সীমানা তোরণ থেকে নিজেদের ছবি প্রত্যাহার করে নিয়েছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এবং বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম। ওই তোরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সঙ্গে নিজেদের ছবি দিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি।
সোমবার (২০ ডিসম্বের) ওই তোরণ থেকে দুই নেতার ছবি সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা পরিষদের অর্থায়নে তার উদ্যোগেই এই সীমানা তোরণ নির্মাণ করা হয়েছে।
এর আগে, গত ১৫ ডিসেম্বর অনলাইন নিউজপোর্টল সারাবাংলা ডটনেটে ‘নিজের প্রচারণায় তোরণে জাতির পিতার সঙ্গে নিজেদের ছবি!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। জাতির পিতার সঙ্গে ওই দুই নেতার ছবি থাকায় বিষয়টি নিয়ে বির্তকের জন্ম দেয়। আলোচনা চলছিল নেত্রকোনাসহ সারাদেশে। এই বিতর্কের জন্ম দেওয়ায় ভুল বুঝতে পেরে জাতির সঙ্গে থাকা দুই নেতার ছবি প্রত্যাহার করা হয়েছে। তবে সীমানা তোরণের আরেক পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের ছবি রয়েছে।
বারহাট্টা উপজেলার চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম সারাবাংলাকে বলেন, সীমানা তোরণ থেকে আমাদের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। যেহেতু বঙ্গবন্ধুর ছবি তুলনামূলকভাবে কম হাইলাইট হচ্ছে, সে কারণেই আমরা আমাদের ছবি সরিয়ে নিয়েছি। বঙ্গবন্ধু আমার দর্শন, বঙ্গবন্ধুকে ভালোবেসেই এই তোরণে জাতির পিতাকে ফুটিয়ে তুলতে চেয়েছি। শিল্পী ভুল করে আমাদের ছবি দিয়েছিল। এখন তা প্রত্যাহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, তোরণের আরেক পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার ও প্রতিমন্ত্রীর ছবি রয়েছে, যেহেতু তিনি আমাদের দলের সভাপতি।
ভুলের বিষয়টি স্বীকার করে নিয়ে মাইনুল হক কাসেম বলেন, কাজ করতে গেলে ত্রুটি-বিচুত্যি হয়। সেই ত্রুটি দূর করতেই বঙ্গবন্ধুর সঙ্গে থাকা আমাদের ছবি প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন- নিজের প্রচারণায় তোরণে জাতির পিতার সঙ্গে নিজেদের ছবি!
এর আগে, ওই তোরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সঙ্গে আশরাফ আলী খান খসরু ও মুহাম্মদ মাইনুল হক কাসেম নিজেদের ছবি জুড়ে দিলে বিতর্ক তৈরি হয়। উপজেলা চেয়ারম্যানের দাবি ছিল, ব্যতিক্রমধর্মী এই কাজের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে নিজের অবদান স্মরণীয় করে রাখতেই তিনি তোরণটিতে তাদের ছবি ব্যবহার করেছেন।
গত ১০ ডিসেম্বর প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু তোরণটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই স্থাপনাটির একপাশে জাতির পিতা এবং আরেক পাশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ছিল। উভয় পাশেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার ছবির নিচে নিজেদের ছবি জুড়ে দিয়েছিলেন প্রতিমন্ত্রী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। বর্তমান তোরণের যে পাশে বঙ্গবন্ধুর ছবি রয়েছে তা কিছুটা বড় করা হয়েছে। এবং নিচে বঙ্গবন্ধুর নাম লেখা হচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/টিআর
আশরাফ আলী খান খসরু টপ নিউজ বারহাট্টা উপজেলার চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম সমাজকল্যাণ প্রতিমন্ত্রী