Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ১৯:০৭

চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীন নগর গ্রামে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির স্বজনেরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আয়েশা কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের পূর্বপাড়ার সবুজ হোসেনের মেয়ে।

মৃত আয়েশার বাবা সবুজ বলেন, সকালে শিশুটির মা তাকে উঠানে ছেড়ে দিয়ে সংসারের কাজ করছিল। এসময় আয়েশা সকলের অলক্ষে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরের মাঝখানে আয়েশার শরীর ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া আরফিন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু আয়েশাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসএ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর