বিকল ট্রাকে পেছন থেকে বাসের ধাক্কায় নিহত ২, আহত ৮
২০ ডিসেম্বর ২০২১ ১৮:১৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৯:৫৬
ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ত্রিশালের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ত্রিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মাইন উদ্দিন বলেন, ত্রিশালের জিরো পয়েন্ট এলাকায় একটি বিকল ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল (সোমবার) সাড়ে ৪টার দিকে ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক উল্টে যায়।
ওসি জানান, ঘটনাস্থলেই বাসচালক এবং আরও এক জন প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয়ও বিস্তারিত জানা যায়নি।
সারাবাংলা/এসএসএ/টিআর