Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষিতরাই পিতা-মাতার প্রতি সীমাহীন উদাসীন: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ১৭:৪৯

ঢাকা: তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা বৃদ্ধ পিতা-মাতার প্রতি সীমাহীন উদাসীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু অল্প সময়ের মধ্যে আমাদের দিয়েছেন একটি বিশ্বনন্দিত সংবিধান। রক্তে লেখা সংবিধানের ১৫ অনুচ্ছেদে প্রবীণদের যুক্তিসংগত বিশ্রাম, বিনোদন, অবকাশের অধিকারের কথা স্পষ্টভাবে বিধৃত হয়েছে। এতে সামাজিক নিরাপত্তা ও অধিকার অর্থাৎ বেকারত্ব, ব্যাধি, পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাতাপিতাহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অন্যান্য অনুরূপ পরিস্থিতিজনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার সম্পর্কে দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার ইতোমধ্যে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশে মোট জনসংখ্যার ৮ শতাংশ প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ। বর্তমানে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। আমাদের গড় আয়ু ৭১ বছর। গবেষণা থেকে অনুমিত হয় যে ২০৫০ সালে দেশের জনসংখ্যা ৩ কোটি ৪০ লক্ষে পৌঁছাবে। যা মোট জনসংখ্যার ২৬ শতাংশ হবে বলে উল্লেখ করা হয়েছে। তখন বাংলাদেশ বার্ধক্য জনসংখ্যার দেশ হিসেবে গণ্য হবে। সংগত কারণে প্রবীণদের কল্যাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকার তথা বিত্তবানদের এগিয়ে আসতে হবে। হেলপ এইচ মোবাইল নেটওয়ার্ক (Help Age Global Network) এর গবেষণায় প্রবীণ নিপীড়নের যে চিত্র অংকিত হয়েছে- যা সত্যিই ভয়াবহ। বিশ্বের প্রতি ছয়জন ব্যক্তির মধ্যে একজন নিপীড়নের শিকার হচ্ছে।’

বিজ্ঞাপন

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘একথা অস্বীকার করা যায় না; প্রবীণদের প্রতি নিপীড়ন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তথাকথিত শিক্ষিত ব্যক্তিগণ বয়োবৃদ্ধ পিতা-মাতার প্রতি সীমাহীন উদাসীনতা দেখাচ্ছে, যা সব সময় আমাকে ব্যথিত করে। পিতা-মাতার প্রতি অবহেলা দেখানো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা এখন বাস্তবতার নিরিখে অপরিহার্য।’

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, সোসাইটি কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মো. ফজলুল হক, প্রবীণ সম্মেলন-২০২১ এর উদযাপন কমিটির আহ্বায়ক এ কে এম রেজাউল হকসহ অন্যরা বক্তব্য দেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

উদাসীন পিতা-মাতা প্রধান বিচারপতি শিক্ষিত

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর