বড়দিনকে ঘিরে সংক্রমণ বাড়ার শঙ্কা ফাউচির
২০ ডিসেম্বর ২০২১ ১২:৫৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৭:২৫
বড়দিনের ছুটিতে মানুষের ভ্রমণ প্রবনতার কারণে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়বে বলে মনে করছেন শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। একইসঙ্গে, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়াদেরও অনেকে এই সময়ে সংক্রমিত হবেন বলে মনে করছেন ফাউচি।
রোববার (১৯ ডিসেম্বর) জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠানের (এনবিসি) মিট দ্য প্রেস প্রোগ্রামে ফাউচি তার এই আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওমিক্রনের ছড়িয়ে পড়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের মতো সতর্কতা আরও জোরদার করা দরকার।
এদিকে, ওমিক্রন ছড়িয়ে পড়ায় বেশ কিছু দেশ সুরক্ষা ব্যবস্থা কঠোর করছে। ইউরোপে, ফ্রান্স এবং জার্মানি ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়ছে; নেদারল্যান্ডস ক্রিসমাসকে কেন্দ্র করে কঠোর লকডাউন আরোপ করেছে। এরই মাঝে ফাউচি বললেন, যুক্তরাষ্ট্রে ওমিক্রনের দ্রুত বিস্তার স্বাস্থ্য পরিষেবাগুলিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। হাসপাতাল, ক্লিনিকগুলো খুব চাপের মধ্যে পড়বে বলেও মনে করেন তিনি।
অন্যদিকে, আমেরিকানদের ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে ফাউচি বলেন, ওমিক্রন সংক্রমিত হলে বুস্টার না নেওয়া ব্যক্তিরা নেওয়াদের তুলনায় বেশি ঝুঁকিতে থাকবেন। গবেষণা বলছে, বুস্টার ডোজ গুরুতর অসুস্থতার বিরুদ্ধে প্রায় ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে।
দুই ডেমোক্রেট দলীয় মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন (৭২) এবং কোরি বুকার (৫২) করোনা পজিটিভ হওয়ার পরে ফাউচি এই সতর্ক বার্তা দেন। ২৫ ডিসেম্বর শনিবার বড়োদিন উপলক্ষে বাড়তি সচেতনতার আহ্বানও জানান তিনি।
প্রসঙ্গত, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাঁচ কোটি লোক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আট লাখ লোকের। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুসারে মার্কিন জনসংখ্যার প্রায় ৭৩ শতাংশ করোনা প্রতিরোধক ভ্যাকসিন পেয়েছেন। এদের মধ্য থেকে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন প্রায় ৩০ শতাংশ লোক। বর্তমানে দেশটিতে মোট করোনা সংক্রমণের তিন শতাংশ ওমিক্রন আক্রান্ত; যার বেশির ভাগই নিউইয়র্কে।
সারাবাংলা/একেএম