Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন নাসির-তামিমা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ১২:৪৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৪:৩০

আদালতে নাসির ও তামিমা, ছবি: সারাবাংলা

ঢাকা: ডিভোর্স ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী বিমানের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মিসহ তিনজনের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। অন্য আসামি হলেন- তামিমার মা সুমি আক্তার।

সোমবার (২০ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালত এই জামিনে আদেশ দিয়েচেন।

গত ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দেওয়া হয়।

এদিন মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। চার্জশুনানির জন্য যথেষ্ট প্রস্তুত নন জানিয়ে সময় আবেদন করেন তাদের আইনজীবী কাজী নজীব উল্যাহ হিরু। শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে আদালত আগামী ২৪ জানুয়ারী চার্জশুনানির তারিখ ধার্য করেন।

এদিকে নিয়মিত আদালতে আসতে অসুবিধা হচ্ছে জানিয়ে তিনজনই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এর বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এসব তথ্য জানান।

গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জানেন।

বিজ্ঞাপন

অভিযোগ আরও করা হয়ে, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী কন্যা মারাত্মভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি।

দণ্ডবিধির ৪৯৭,৪৯৭,৫০০ এবং ৩৪ ধারায় মামলাটির আবেদন করা হয়েছে। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/এআই/এনএস

ক্রিকেটার নাসির হোসেন তামিমা সুলতানা তাম্মি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর