Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ব্যাংকে নতুন এমডি

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ১১:১৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১২:৫৭

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত তিন ব্যাংকে (বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে তিন ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদের সই করা এ সংক্রান্ত চিঠিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে মো. ইসমাঈল হোসেনকে। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

অন্যদিকে, রাজশাহী কৃষি উন্নয়ন (রাকাব) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে মো. আব্দুল মান্নানকে। তিনি এখন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে শিরীন আখতারকে।

সারাবাংলা/জিএস/একেএম

৩ ব্যাংক নতুন এমডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর