‘এবারের সংগ্রাম আরও কঠিন, আরও বেশি রক্ত দিতে হবে’
১৯ ডিসেম্বর ২০২১ ১৯:১৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৯:৩০
ঢাকা: মুক্তির আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘মুক্তির সংগ্রাম এখনও শেষ হয়নি। আবারও মুক্তির সংগ্রাম শুরু করতে হবে, এবারের মুক্তির সংগ্রাম হয়তো আরও কঠিন হবে। মুক্তি সংগ্রামে হয়তো আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে, আরও বেশি রক্ত দিতে হবে।’
রোববার (১৯ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয়।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আমরা স্বাধীনতা, ভূখণ্ড আর পতাকা পেলেও মুক্তি পাইনি। যে মুক্তির জন্য দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, ত্রিশ লাখ শহীদ জীবন দিয়েছে, লাখ লাখ মা-বোন সম্ভ্রম দিয়েছে সেই মুক্তি আমরা আজো পাইনি।’
বিরোধী দলীয় উপনেতা জানান, আগামীকাল বিকেল ৪টায় রাষ্ট্রপতির আমন্ত্রণে জাতীয় পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পর আলোচনার বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন তিনি।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
পরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক সংসদ সদস্য শেরীফা কাদেরের নির্দেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জাতীয় সাংস্কৃতিক পার্টি।
সারাবাংলা/এএইচএইচ/এমও
এবারের সংগ্রাম গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি মুক্তির আন্দোলন রক্ত