Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালতিতে চুবিয়ে সাড়ে ৩ মাসের শিশুপুত্রকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৬:১৮

ঢাকা: বরিশালের গৌরনদীতে বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে মা ছালেহা বেগম কলির বিরুদ্ধে। শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়দুলালী এলাকায় ঘটনাটি ঘটেছে।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গৌরনদী থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছে।

নিহত শিশুটির নাম জোবায়ের। অভিযুক্ত পলি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামের সাগির হোসেন তালুকদারের স্ত্রী। পরিবারের সদস্যরা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করলেও ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিন সন্তানের জননী ছালেহা।

নিহত শিশু স্বজনরা জানায়, সাগির হোসেন ও পলি দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে। তারা আশা করছিলেন দুই ছেলেসন্তানের পর কন্যাসন্তান হবে। কন্যাসন্তান নিয়ে জল্পনা-কল্পনা করতেন পলি। সাড়ে তিন মাস আগে আরও একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি। মেয়েসন্তান না হওয়ায় অসন্তুষ্ট ছিলেন পলি বেগম। তৃতীয় ছেলে সন্তান জোবায়েরকে তেমন আদর-যত্নও করতেন না।

পরিবারের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর জোবায়েরকে ঘরে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা গোয়ালঘরের পাশে বালতির পানির মধ্যে শিশু জোবায়েরকে চুবিয়ে ধরা অবস্থায় পলিকে দেখতে পান। শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে এলে পলি দৌড়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় শিশু জোবায়েরকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন

জোবায়েরের বাবা সাগির হোসেন তালুকদার জানান, জোবায়ের জন্মের পর থেকে পলি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মন খারাপ করে থাকতেন। জোবায়েরকে পছন্দও করতেন না।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবদুর রব হাওলাদার জানান, আমরা ঘটনাস্থলে আছি। শিশুটির মা পলাতক থাকায় প্রাথমিকভাবে হত্যা তিনি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/একে

বরিশাল বালতির পানি শিশু হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর