Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেম্বার জজ হলেন বিচারপতি ওবায়দুল হাসান

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৫:৪২

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: অবকাশকালে চেম্বার জজ হিসেবে মনোনীত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (১৯ ডিসেম্বর) এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ১৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের চলমান অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন চেম্বার জজ হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করেছেন।

বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শারীরিক উপস্থিতিতের মাধ্যমে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর