Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৫:২৬

ঢাকা: মালদ্বীপের কারাগারে বন্দিদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ও বাংলাদেশের বন্দিদের মালদ্বীপ থেকে দেশে ফেরাতে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার (১৯ ডিসেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালদ্বীপে সাজাপ্রাপ্ত ৪৩ জন ও ৪০ জন বিচারাধীন অবস্থায় বন্দি আছেন।

তবে বাংলাদেশে কোনো মালদ্বীপের নাগরিক কারাবন্দি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফর করবেন।

সারাবাংলা/জিএস/একে

বন্দি বিনিময় চুক্তি মালদ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর