Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা খুবই কম: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২১ ১৪:৪২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৮:৫১

ছবি: বিবিসি

যুক্তরাজ্য ও তার মিত্রদেশগুলো রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস। খবর বিবিসি।

স্পেক্টেটর ম্যাগাজিনকে ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস জানান, ‘ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, তাই রাশিয়ার হুমকি মোকাবিলা করার জন্য কেউ দেশটিতে সেনা পাঠাবে এমন সম্ভাবনা খুব কম।’

তিনি আরও বলেন, ‘তাই পুতিনকে এটা না করার জন্য আমরা কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছি। আর এমনটা করলে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাই তা প্রতিরোধ করার সম্ভাব্য বড় উপায়।’

এর আগে বেন ওয়ালেস বলেছিলেন, ‘ইউক্রেনের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে যুক্তরাজ্য এবং তাদের সমর্থন করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

সম্প্রতি ইউক্রেনের পূর্ব সীমান্তের কাছে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ ঘটনায় পর দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা কমাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর নেতারা।

তবে ইউক্রেনে কোনো হামলার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মস্কো। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি আলোচনার কথা জানিয়েছে দেশটি। একইসঙ্গে পূর্ব ইউরোপের দেশগুলোতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের কার্যক্রমের ওপর কঠোর সীমাবদ্ধতার দাবি জানিয়েছে রাশিয়া। গত শুক্রবার এই দাবি জানায় রুশ সরকার। মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্ভব্য হুমকি থেকে ইউরোপকে রক্ষা করার জন্য এই জোটটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ যুক্তরাজ্য রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর