Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ ডিসেম্বর শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৪:০৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৪:২৫

ঢাকা: আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় ২২০টি স্টল অংশ নেবে।

রিহ্যাব জানিয়েছে, এবারের মেলায় ক্রেতারা কম দামে ফ্ল্যাট পাবেন। সামনের বছরগুলোতে এই দামে আর ফ্ল্যাট পাওয়া যাবে না।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

রিহ্যাব জানায়, আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার-২০২১ অনুষ্ঠিত হবে। এই ফেয়ারে দুটি ডায়মন্ড প্যাভিলিয়ন, ৬টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশ নেবে।

সংগঠনটির নেতারা বলেন, ড্যাব বাস্তবায়ন হলে ৫০ শতাংশ দাম বেড়ে যাবে। আগামীতে ফ্ল্যাটের দাম বাড়বে। এ বছরের চেয়ে কম দামে ক্রেতারা সামনে আর ফ্ল্যাট কিনতে পারবেন না। ১৫ থেকে ২০ শতাংশ কম দামে এবার ফ্ল্যাট কিনতে পারবেন ক্রেতারা।

সংবাদ সম্মেলনে রিহ্যাব জানায়, করোনার মহামারিকালে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছিল আবাসন শিল্প। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী প্রণোদনা প্রদানের সিদ্ধান্তে এই খাত সংকট থেকে রক্ষা পায়। যে অর্থ দেশের বাইরে যাওয়ার কথা ছিল সেই অর্থ এই দেশে করোনার সময়ে আবাসন খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নির্মাণসহ মূল্য বৃদ্ধি এবং প্রস্তাবিত ড্যাব এর কারণে আমরা শঙ্কিত। আমাদের মনে আশঙ্কা নির্মাণ সামগ্রী বিশেষ করে রড-সিমেন্টের মূল্য বেড়ে যাওয়া এবং প্রস্তাবিত ড্যাব বাস্তবায়িত হলে আগামীতে ফ্ল্যাটের দাম বেড়ে যাবে। ফলে স্বাস্থ্য সম্মত উপায়ে বসবাস করার জন্য মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বত্ন মধ্যবিত্তের নাগালের বাহিরে চলে যেতে পারে। এই জন্য এই বছরের ফেয়ার ক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ এখনও বিভিন্ন কোম্পানি আগে থেকে শুরু করা প্রকল্পগুলোতে তুলনামূলক বিশেষ নামে এ বছর ফ্ল্যাট দিতে পারবেন বলে আমাদের বিশ্বাস। আগামীতে বিভিন্ন কারণে সেই সুযোগ কমে আসবে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বিগত সময়ের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও দুই ধরনের টিকিট থাকছে। সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশমূল্য ৫০ টাকা ও মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলায় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এন্ট্রি টিকিটের রেফেল ড্রতে আকর্ষণীয় পুরষ্কার থাকবে। মেলায় দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। তবে প্রথম দিন দর্শনার্থীরা মেলায় দুপুর ২ টা থেকে প্রবেশ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, নজরুল ইসলাম, লায়ন শরীফ আলী খান ও প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা।

সারাবাংলা/ইএইচটি/এসএসএ

রিহ্যাব ফেয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর