Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাবে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৩:৫৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৮:৫১

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ থেকে মালদ্বীপে ‘কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল’ গ্রহণের জন্য সংশোধিত চুক্তি সইয়ের প্রস্তাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাবেন এবং সেখানে একটি চুক্তি সই হবে। এটা মালদ্বীপের সঙ্গে আমাদের কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল গ্রহণের জন্য একটা চুক্তি। সেই ক্ষেত্রে আমাদের দেশের বেশকিছু মেডিক্যাল প্রফেশনের বেশকিছু ক্যাটাগরির লোক যেতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের এতোদিন একটা এমওইউ ছিল, সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের হেলথ প্রফেশনালরা যেতেন। মালদ্বীপ বলেছে ২০২৪ সাল পর্যন্ত এমওইউ বৃদ্ধি করা এবং একটি চুক্তির মধ্যে নিয়ে আসা। এমওইউতে বাইন্ডিং থাকে না, কিন্তু অ্যাগ্রিমেন্ট হলে বাইন্ডিং হবে। সেক্ষেত্রে কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল, ক্লিনিক্যাল স্পেশালিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট, ডেন্টাল সার্জন, নার্সেস অ্যান্ড আদার অক্সিলারি স্টাফ নেবে মালদ্বীপ।

সারাবাংলা/জিএস/এসএসএ

টপ নিউজ স্বাস্থ্যকর্মী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর