Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার আগে ভ্যাকসিনের বুস্টার ডোজও নিলেন রুনু ভেরোনিকা কস্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৩:১৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৬:৪২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে শুরু হয়েছে ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ। ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রথম দেওয়া হয় ২৭ জানুয়ারি দেশে প্রথম ভ্যাকসিন নেওয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে। তাকে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয়।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’ অনুষ্ঠানে তাকে বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

এরপর ভ্যাকসিনের বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঝুঁকি কমাতে দেশে বুস্টার ডোজের কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে। প্রাথমিকভাবে ফাইজারের ভ্যাকসিন দিয়ে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। যারা অন্য ভ্যাকসিন নিয়েছেন তারাও ফাইজারের ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে গ্রহণ করতে পারবেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের প্রথম ব্যক্তি হিসেবে কোভিশিল্ডের ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা।

সারাবাংলা/এসবি/একে

টপ নিউজ বুস্টার ডোজ রুনু ভেরোনিকা কস্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর