Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুরক্ষা প্লাটফর্মে বুস্টার ডোজের তথ্য মিলবে ২৮ ডিসেম্বরের পরে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১২:৪৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৪:৩৬

ঢাকা: ভ্যাকসিন নিবন্ধনের প্লাটফর্ম ‘সুরক্ষা’য় বুস্টার ডোজ সংক্রান্ত তথ্য ২৮ ডিসেম্বরের আগে প্রস্তুত হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এদিন আনুষ্ঠানিকভাবে বুস্টারডোজ কার্যক্রম শুরু করা হয়। প্রথমদিনেই বুস্টার ডোজ নেন আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল ইসলাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সুরক্ষা প্লাটফর্মে আপডেট তথ্য না এলেও দেশে বুস্টার ডোজের কার্যক্রম চলমান থাকবে।’

এ সময় নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আগের মতোই নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্যরা সেখানে ভ্যাকসিন পাবেন।’

জাহিদ মালেক বলেন, ‘৪ কোটি ৬৩ লাখ ভ্যাকসিন মজুদ আছে। ৩১ মার্চ নাগাদ ১৬ কোটি ৮৫ লাখ ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে। তাই ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না।’

তিনি আরও বলেন, ‘জুন পর্যন্ত ৩ কোটি ৫৯ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন লাগবে। জানুয়ারিতে লাগবে ৪৩ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন।’

সারাবাংলা/একে

জাহিদ মালেক টপ নিউজ বিসিপিএসএ বুস্টার ডোজ সুরক্ষা প্লাটফর্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর