প্রথমদিনে একাধিক মন্ত্রী পাচ্ছেন বুস্টার ডোজ
১৯ ডিসেম্বর ২০২১ ১২:১৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৩:৫৭
ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগের প্রথম দিনের তালিকায় রয়েছেন বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী। এদিন আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল ইসলাম বুস্টার ডোজ নেবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে দুপুরে বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে অনুষ্ঠানস্থলেই সাংবাদিকদের বুস্টার ডোজের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা জানাবেন।
এরইমধ্যে বিসিপিএসএ প্রাঙ্গণে আইনমন্ত্রী আনিসুল হক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল ইসলাম উপস্থিত হয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সারাবাংলাকে বলেন, ‘মাননীয় মন্ত্রী বুস্টার ডোজ নেবেন। তিনি ভ্যাকসিন নিতে বিসিপিএসএতে রয়েছেন।’
এর আগে, শনিবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের ভ্যাকসিন নেওয়ার সময় ছয় মাস অথবা এক বছর হয়ে গেছে, প্রথমে তারাই করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ পাবেন। প্রাথমিকভাবে দেশে ফাইজারের ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের ভ্যাকসিনের কোনো সংকট নেই। সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি ভ্যাকসিন আসবে। তাই ভ্যাকসিনের কোনো সংকট হবে না। ডব্লিউএইচও থেকে মোট আমরা ৪ কোটির অর্ডার দিয়েছি। ইতিমধ্যে বেশ কিছু ভ্যাকসিন পেয়েছি, আগামীতে আরও তিন কোটি পেয়ে যাব। আমাদের দেশে ৭০ ভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে ২৪ কোটি ভ্যাসসিন প্রয়োজন। এর মধ্যে আমরা ১৬ কোটি ভ্যাকসিন পেয়ে গেছি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ওমিক্রন খুবই সংক্রমণ করে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রত গতিতে ছড়িয়ে যাচ্ছে। ওমিক্রন মোকাবিলায় যা যা করণীয় আছে তা আমরা করেছি। জেলা প্রশাসনগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশ থেকে যারা আসবে তাদের যেন কোয়ারেনটাইনে রাখা হয়। যারা বিদেশ থেকে আসবে তাদের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। যেটা আগে ৭২ ঘণ্টা ছিল। সেটা নামিয়ে আনা হয়েছে। এ ছাড়া যারা সীমান্ত দিয়ে আসবে তাদের র্যাপিড অ্যান্টিজেন্ট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারপরও সবাইকে সর্তক থাকতে হবে। ভ্যাকসিন নিলে যে কোনো ভাইরাস থেকেই রক্ষা পাওয়া যায়। কাজেই ভ্যাকসিনটা নিয়ে নিবেন। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
সারাবাংলা/এসবি/একে