Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়ে চুক্তি আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১০:০০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ২১:০৪

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশি শ্রমিক নিয়োগ বিষয়ে পুত্রজায়ার সঙ্গে ঢাকার একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে আজ।

মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসীক ল্যাণমন্ত্রী ইমরান আহমদ সমঝোতা স্মারকসই করবেন।

এমওইউ সই করতে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল ও মালয়েশিয়া আওয়ামী লীগের ও কমিউনিটি নেতারা।

তিন বছর বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি।

সারাবাংলা/একে

বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া মালয়েশিয়ার শ্রমবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর