Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোলনা থেকে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ২১:৫১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে খেলা করতে গিয়ে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইলিশমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু নুসরাত জাহান (৯ মাস) সাদ্দাম আলীর মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির আঙ্গিনায় থাকা দোলনার উপর খেলা করছিল। হঠাৎ করে সে দোলনার পাশে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরে শিশু নুসরাতের মা শিরিনা বেগম দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এরপর আগুনের তাপ দিয়ে সুস্থ করার চেষ্টা করে। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, হাসপাতাল থেকে নিহত শিশুর লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

দোলনা থেকে বালতি শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর