সিলেটে বিএনপির অনুষ্ঠানে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি
১৮ ডিসেম্বর ২০২১ ১৯:৪৬
সিলেট : সিলেটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুরুতেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে সংঘর্ষকালে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নেতাকর্মীরা জানান, অনুষ্ঠান শুরুর পরপরই চেয়ারে বসা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানান তারা।
সংঘর্ষের এক পর্যায়ে রেজিস্ট্রারের মাঠের সামনে তালতলা রোডেও নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
অনুষ্ঠানের আয়োজক বিএনপি নেতা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও পরে আমরা অনুষ্ঠান করেছি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তৃতা করেন।’
মেয়র জানান, যারা সংঘর্ষের ঘটনায় জড়িত রয়েছে সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে। পরে তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/একে