পাকিস্তানে ড্রেনে বিস্ফোরণে নিহত কমপক্ষে ১৪
আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১ ১৯:৩৮
১৮ ডিসেম্বর ২০২১ ১৯:৩৮
পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার (১৮ ডিসেম্বর) বন্দরনগরীর প্রাচ্য চক এলাকায় ঘটনাটি ঘটেছে।
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র বিভাগের সচিব কাজী শহিদ পারভেজ এক বিবৃতিতে বলেন, একটি প্রাইভেট ব্যাংকের নিচে ড্রেনে এ বিস্ফোরণ ঘটে। নালাটি পরিষ্কার করতে ব্যাংকটির ওই প্রাঙ্গণ খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। বিস্ফোরণে ব্যাংকের বিল্ডিং ও কাছাকাছি একটি পেট্রোল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের অপর এক বিবৃতিতে জানানো হয়, ভবনের নিচে ড্রেনে গ্যাস জমে যাওয়ার কারণে এ বিস্ফোরণ হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
সারাবাংলা/আইই