Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আ.লীগের বিজয় শোভাযাত্রা, ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১৮:৪৯

চট্টগ্রাম ব্যুরো : মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথকভাবে শোভাযাত্রা বের হয়।

বিজ্ঞাপন

নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে নগর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলা করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যার পর বাংলাদেশ পিছিয়ে পড়ে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের আবারও অগ্রগতি শুরু হয়। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে।’

সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিস্ময়কর উন্নতির কারণে বাংলাদেশ যখন বিশ্বজুড়ে প্রশংসিত, তখন একটি গণবিচ্ছিন্ন অপশক্তি দেশে-বিদেশে চক্রান্ত শুরু করেছে। আমেরিকা ভুল তথ্য ও অভিযোগের ভিত্তিতে র‌্যাবের বর্তমান ও সাবেক দুই প্রধানসহ ৭ জন পদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যে অপশক্তি আন্তর্জাতিকভাবে চক্রান্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, তাদের প্রতিরোধ করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বিজ্ঞাপন

সমাবেশ শেষে রেলস্টেশন চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমেদ, জালাল উদ্দিন ইকবাল, আবদুল আহাদ, আবু তাহের, ফয়সল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, জহরলাল হাজারীসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা ছিলেন। এছাড়া যুবলীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন।

এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নগরীর বকশিরহাট বিট এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে শোভাযাত্রা বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা চেরাগির মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম, মোহাম্মদ ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ চট্টগ্রাম বিজয় র‌্যালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর