Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুস্টার ডোজের ট্রায়াল রোববার, শুরু হচ্ছে ফাইজার দিয়ে’

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১৮:৩৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ২১:১৯

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোববার থেকে ঢাকার মহাখালী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে (বিসিপিএস) পরীক্ষামূলক শতাধিক মানুষকে করোনা ভাইরাসের বুস্টার ডোজের টিকার ট্রায়াল দেওয়া হবে। ফাইজারের টিকাটা বুস্টার ডোজ হিসেবে শুরু করা হবে। এটাই ডাব্লিউএইচও অনুমোদন দিয়েছেন। এই কার্যক্রম বেশ কয়েক দিন চলমান থাকবে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাাড়া এলাকার শুভ্র সেন্টারেআয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

সম্মুখ সারির পাশাপাশি ছয় মাস থেকে ৯ মাস আগে যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের বুস্টার ডোজের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের টিকার কোনো সংকট নেই। সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। তাই টিকার কোনো সংকট হবে না। ডব্লিউএইচও থেকে মোট আমরা ৪ কোটির অর্ডার দিয়েছি। ইতিমধ্যে বেশ কিছু টিকা পেয়েছি, আগামীতে আরও তিন কোটি পেয়ে যাব। আমাদের দেশে ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে ২৪ কোটি টিকার প্রয়োজন। এর মধ্যে আমরা ১৬ কোটি টিকা পেয়ে গেছি।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ওমিক্রন খুবই সংক্রমণ করে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রত গতিতে ছড়িয়ে যাচ্ছে। ওমিক্রন মেকাবিলায় যা যা করনীয় আছে তা আমরা করেছি। জেলা প্রশাসনগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশ থেকে যারা আসবে তাদের যেন কোয়ারেনটাইনে রাখা হয়। যারা বিদেশ থেকে আসবে তাদের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। যেটা আগে ৭২ ঘণ্টা ছিলো। সেটা নামিয়ে আনা হয়েছে। এছাড়া যারা সীমান্ত দিয়ে আসবে তাদের র‌্যাপিড অ্যান্টিজেন্ট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারপরও সবাইকে সর্তক থাকতে হবে। টিকা নিলে যেকোনো ভাইরাস থেকেই রক্ষা পাওয়া যায়। কাজেই টিকাটা নিয়ে নিবেন। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাস্ক পড়া, সামাজিক দূরুত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

আলোচনা সভা শেষে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক তার নিজ অর্থ থেকে ২৪টি উচ্চ বিদ্যালয়ে ৭২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেন। এছাড়া ৯২ পরিবারকে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সারাবাংলা/এমও

জাহিদ মালেক টপ নিউজ ট্রায়াল ফাইজার বুস্টার ডোজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর