Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কম

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১৭:৩৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৭:৪৮

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন চারজন। এর আগের দিন মারা গিয়েছিলেন দুইজন। মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমণও কমেছে। আগের দিন ১৯১ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছিল, গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা হয়েছে ১২২ জন।

এ ছাড়া সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় হয়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ। যা আগের দিন হয়েছিল ১ দশমিক ১৭ শতাংশ।

শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪০টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৩ হাজার ৭১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নতুন ও পুরনো মিলে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯৭১টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১২ লাখ ৪৮ হাজার ৭৪২টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ২৭ হাজার ৫৭৯টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৩ লাখ ২১ হাজার ১৬৩টি।

কমেছে সংক্রমণ, কমেছে শনাক্তের হারও

আগের দিন ১৯১ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ১২২ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ। যা আগের দিন ছিল ১ দশমিক শূন্য ১৭ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

বিজ্ঞাপন

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ১৪৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ।

মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। এর মধ্যে তিনজন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৭ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছেন তার মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন তিনজন। এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এই বয়সীদের মৃত্যুই সর্বোচ্চ— ৮ হাজার ৬৯৭ জন, যা মোট মৃত্যুর ৩১ দশমিক শূন্য এক শতাংশ। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ৬১৩ জন (২৩ দশমিক ৫৮ শতাংশ) মারা গেছেন।

মৃত্যু শুধু ঢাকা, খুলনা ও বরিশালে

গত ২৪ ঘণ্টায় যে দু’জন মারা গেছেন তাদের এক জন ঢাকা বিভাগের, দুইজন খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন। বাকি পাঁচ বিভাগে কেউ মারা যাননি।

বিভাগভিত্তিক হিসাবে সর্বোচ্চ ১২ হাজার ২৪৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে, যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৬৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৬৮৭ জন (২০ দশমিক ২৮ শতাংশ) মারা গেছেন চট্টগ্রাম বিভাগে, তৃতীয় সর্বোচ্চ ৩ হাজার ৬১৭ জন (১২ দশমিক ৮৯ শতাংশ) মারা গেছেন খুলনা বিভাগে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর