তালেবানকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই ওআইসির
১৮ ডিসেম্বর ২০২১ ১৫:৪৩
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
এর আগে, ওআইসির ওই সম্মেলনে তালেবান সরকারকে আমন্ত্রণ জানায় আয়োজক দেশ পাকিস্তান। তালবানের পক্ষ থেকে ওই সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) ইসলামাবাদে বিদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, এই মুহুর্তে যে কোনো মূল্যে আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করাই অগ্রাধিকার পাবে।
তবে, ওআইসির আসন্ন সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রস্তাব তোলা হবে না বলে তিনি জানান।
পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করতে ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।
সারাবাংলা/একেএম