নড়াইল সদর হাসপাতালে মাশরাফির ঝটিকা সফর
সারাবাংলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১ ১৫:১৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৮:০৮
১৮ ডিসেম্বর ২০২১ ১৫:১৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৮:০৮
নড়াইল: নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় তিনি হাসপাতালে ঝটিকা সফর করেন।
এসময় মাশরাফি হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলেন। তিনি বলেন, হাসপাতালগুলোতে দুর-দূরান্ত থেকে গরীব মানুষ চিকিৎসা নিতে আসেন। তাদের খাবার দেওয়া হয় না, চিকিৎসকগণ ঠিক মতো অফিস করেন না, আমার রোগীরা প্রয়োজন মতো খাবার-ওষুধ পায় না! এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ সময় তিনি হাসপাতালের তত্বাবধায়ক ডা. আসাদ-উজ-জামান মুন্সীকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বাসসের খবর।
সারাবাংলা/আইই