Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১ ১৪:৩০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৬:১২

বিশ্বনন্দিত ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে প্রায় ২০০ কোটি রুপি জরিমানা করেছে ভারত। ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) এ জরিমানার মুখোমুখি হলো অ্যামাজন।

এক বিবৃতিতে সিসিআই জানিয়েছে, দুই বছর আগে ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অ্যামাজনের একটি চুক্তি হয়। সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

এদিকে, ২০১৯ সালে ফিউচার গ্রুপ ও অ্যামাজনের মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে একাধিক ভুল ছিল। সেখানে অনেক তথ্যও গোপন করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে, জরিমানার বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিয়ে কমিশনের প্রতিবেদনটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে অ্যামাজন। তার ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সারাবাংলা/একেএম

অ্যামাজন ই-কমার্স প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর