Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নত দেশেও নারীর প্রতি ভয়ংকর বঞ্চনা আছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১২:২০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৪:৪৮

ঢাকা: তথকথিত উন্নত দেশেও নারীর প্রতি ভয়ংকর বঞ্চনা আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, সততার সঙ্গে বলতে চাই, তথাকথিত উন্নত দেশেও নারীর প্রতি মধ্যযুগীয় আচরণ করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) দ্য হাঙ্গার প্রজেক্টের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকশিত নারী কংগ্রেসের সপ্তম জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে নারী উন্নয়নে নানান উদ্যোগ চলমান রয়েছে। আর্থিক স্বচ্ছতা থাকলে নারীর প্রতি বঞ্চনা আরও কমে যাবে। শেখ হাসিনার কল্যাণে শত শত নারী নেতৃত্ব গড়ে উঠছে। অনেক নারী চেয়ারম্যান হচ্ছেন নির্বাচনের মাধ্যমে। উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান হচ্ছেন। চাকরি ও পেশায় নারীর জন্য আসন সংরক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নারীর প্রতি যত্নশীল। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারীর সিট কতো এটা খোঁজ রাখেন তিনি। শিক্ষার ক্ষেত্রে নারী জোয়ারের মতো আসছে।

নানান বৈশ্বিক ফোরাম প্রসঙ্গে মন্ত্রী বলেন,উঁচু আসনে বসে বলা হয় এটা করো ওটা করো। দেশে এটা হয় ওটা হচ্ছে। এসব কথা মানা যায় না। কেউ ছোট করলে প্রতিরোধ করা হবে। বাঙালি কথা নয় কাজে বিশ্বাসী। নারী বিষয়ক মন্ত্রণালয় আছে তারা নারীর জন্য কাজ করছে।

প্রকল্পে নারীদের অগ্রধিকার দেওয়া হয় জানিয়ে এম এ মান্নান বলেন, নারী উন্নয়নের প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়। প্রতি প্রকল্পে নারী নানান পরিসরে সুফল ভোগ করে থাকে। নানান খাতের মাধ্যমে নারীকে সামনে আনার চেষ্টা থাকে।

হাঙ্গার প্রজেক্টের পরিচালক নাসিমা আক্তার জলি বলেন, ৩০ বছর পার করেছি হাঙ্গার প্রজেক্টের কার্যক্রম। সামনের দিকে পথ চলছি, সংগ্রাম চলছে। আত্মশক্তিতে বলীয়ান নারী কখনো পিছিয়ে থাকতে পারে না। নারী ও কন্যাশিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নারীর প্রতি অবহেলা রয়েছে। কন্যাসন্তানের প্রতি অবহেলা রক্তের সঙ্গে মিশে গেছে। সকলের অঙ্গীকার নারী ও কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। সবাইকে এটা সফল করার দায়িত্ব নিতে হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীসহ সংশ্লিষ্টরা ওই ওয়েবিনারে অংশ নেন।

সারাবাংলা/জেজে/একেএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর