Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটেনে ২৪ ঘণ্টায় ৯৩ হাজার করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১ ১১:১৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৩:৫৪

ব্রিটেনে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। টানা তিন দিন দেশটিতে দৈনিক সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে। এ ধারাবিহকতায় শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটিতে নতুন করে ৯৩ হাজার ৪৫ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার শনাক্ত হয়েছিলেন ৮৮ হাজার ৩৭৬ জন। এর আগের দিন নতুন শনাক্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৬১০। মহামারি শুরুর পর গত বুধবার ব্রিটেনে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা সর্বোচ্চে পৌছায়। পরের দুই দিনে তা আরও বেড়েছে। আগামী কয়েক দিনে এ সংখ্যা বাড়তির দিকে থাকতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্যসংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৮ হাজার ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ১১ লাখের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন ১১১ জনসহ দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।

করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর তা ব্রিটেনজুড়ে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের শরীরে এই ভ্যারিয়েন্ট মিলেছে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন বলেন, এক সপ্তাহ আগেই তিনি সতর্ক করেছিলেন। নতুন করে করোনার সুনামি আসছে। এটা এখন সত্যি হয়েছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন এর মধ্যেই দেশটিতে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ভ্যাকসিন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছেন। তবে সংক্রমণ বাড়লেও তা মোকাবিলায় নতুন করে বিধিনিষেধ জারির পক্ষে নন যুক্তরাজ্যের ১০০ জনের বেশি আইনপ্রণেতা। মঙ্গলবার এক ভোটাভুটিতে তারা বিধিনিষেধের বিপক্ষে অবস্থান নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

ওমিক্রন টপ নিউজ ব্রিটেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর