Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ মঞ্চস্থ হবে নজরুল বিশ্ববিদ্যালয়ে

জাককানইবি করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২১ ২৩:৪৭

জাককানইবি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’ মঞ্চস্থ হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক নির্দেশনা দিচ্ছেন নাটকটির। এতে অভিনয় করবেন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থী সাব্বির আহাম্মেদ বলেন, “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’ মঞ্চস্থ করতে পেরে আমরা সকলেই গর্বিত। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে পরিবেশিত হবে নাটকটি। বর্তমানে নাটকের চূড়ান্ত মহড়া চলছে।”

‘টিনের তলোয়ার’ নিয়ে অধ্যাপক হীরক মুশফিক বলেন, ‘টিনের তলোয়ার উৎপল দত্তর অন্যতম সেরা নাটক। নাট্যকার ঊনবিংশ শতাব্দীর বাস্তব চিত্র তুলে এনেছেন এখানে। ১৮৭৬ সালের ব্রিটিশ সরকার কর্তৃক কুখ্যাত নাট্য নিয়ন্ত্রণ আইনের পটভূমিকায়, বাংলা নাটকের পুরনো ইতিহাসের মধ্যে তৎকালীন সমাজের নিপীড়ণের ছবি এই নাটকে আঁকা হয়েছে। এটি একটি দীর্ঘ সময়ের নাটক। প্রথম মঞ্চায়নের পঞ্চাশ বছর পর বর্তমান বাস্তবতায় এর অভিনয় রীতিমতো চ্যালেঞ্জের। করোনা মহামারির দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এটাই অনেক।’

উল্লেখ্য, বাংলাদেশের জন্মের ঠিক চার মাস আগে, অর্থাৎ ১৯৭১ সালের ১২ আগস্ট সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে পিপলস লিটল থিয়েটারের প্রথম মঞ্চায়িত নাটক ছিল ‘টিনের তলোয়ার’

সারাবাংলা/এমও

উৎপল দত্ত টিনের তলোয়ার নজরুল বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর