Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইবার স্পাইদের নিষিদ্ধ করল ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১ ২১:৫০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ০৯:৩৯

ফেসবুকের কর্ণধার সংস্থা মেটা বলছে, ফেসবুক ব্যবহারকারীদের টার্গেট করে গোপনে নজরদারি চালানোর দায়ে সাত স্পাই গ্রুপকে নিষিদ্ধ করেছে তারা। এ ধরনের দুরভিসন্ধির ব্যাপারে প্রায় ৫০ হাজার ব্যবহারকারীকে সতর্ক করবে মেটা।

এদিকে, এই স্পাই গ্রুপগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তার মধ্যে রয়েছে ভুয়া অ্যাকাউন্ট খোলা, যাদের টার্গেট করা হয়েছে তাদের ফেসবুক বন্ধুদের সরিয়ে দেওয়া এবং হ্যাকিং পদ্ধতি ব্যবহার করে এই ব্যবহারকারীদের মাধ্যমে তথ্য ছড়ানো।

বিজ্ঞাপন

মেটা অভিযোগ করছে, এই সাইবার স্পাই গ্রুপগুলো সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে এসব নজরদারি চালিয়ে যাচ্ছে। কয়েক মাস তদন্ত চালিয়ে বিভিন্ন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের প্রায় দেড় হাজার পেজ মেটা বাতিল করে দিয়েছে।

অন্যদিকে, স্পাই গ্রুপগুলোকে যারা নিয়োগ করেছিল তাদের হয়ে একশটির বেশি দেশে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে এই গোয়েন্দাগিরি চলেছে বলে মেটা জানাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মেটা প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়েছে, এ বছরের গোড়ার দিকে ইসরাইলে তৈরি স্পাইওয়্যার পেগাসাস হাজার হাজার মানুষকে টার্গেট করেছে এমন অভিযোগের পর তারা সামাজিক মাধ্যমে তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এই গোপন নজরদারি সংস্থাগুলোর কার্যকলাপের ওপর বাড়তি নজর রাখার কাজ শুরু করে।

পেগাসাসের মালিক সংস্থা ইসরাইলের এনএসও গোষ্ঠীর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সফটওয়্যার ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেসবুক ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

আমেরিকান সরকার গত মাসে এনএসও এবং এধরনের অন্যান্য সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। তাদের বিরুদ্ধে আমেরিকা অভিযোগ এনেছে যে, ব্যক্তিবিশেষকে অন্যায়ভাবে টার্গেট করে নজরদারি চালানোর জন্য তারা বিদেশি সরকারগুলোকে এই স্পাইওয়্যার দিয়েছে। নজরদারির এই ব্যবসা শুধু একটা প্রতিষ্ঠানে সীমিত নয়- এটা অনেক বড়, এবং এটা শুধু ম্যালওয়্যার ভাড়া নেওয়ার থেকেও অনেক সূদুরপ্রসারী, নতুন এই রিপোর্টে মন্তব্য করেছেন মেটার নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান ন্যাথানিয়েল গ্লেইশার।

তিনি আরও বলেছেন, সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার প্রবক্তাদের মত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই যে শুধু টার্গেট করা হয়েছে তা নয়। নির্বিচারে সাধারণ মানুষকেও টার্গেট করে নজরদারি চালানো হয়েছে। পেগাসাস সফটওয়্যার হাজার হাজার মানুষকে টার্গেট করেছে এমন অভিযোগের পর মেটা সামাজিক মাধ্যমে স্পাই গ্রুপগুলোর কার্যকলাপের ওপর বাড়তি নজর রাখার কাজ শুরু করে।

মেটা যেসব সংস্থার নাম উল্লেখ করেছে তাদের মধ্যে রয়েছে ইসরাইলি কোম্পানি ব্ল্যাক কিউব। আমেরিকায় হলিউড প্রযোজক হার্ভি ওয়েনস্টেইন যেসব নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করছে তাদের ওপর গোপন নজরদারির জন্য এই সংস্থাকে ভাড়া করার পর ব্ল্যাক কিউবের নাম সামনে আসে।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া একটি বিবৃতিতে ব্ল্যাক কিউব কারোর অ্যাকাউন্ট হ্যাকিং বা ফিশিং করার অভিযোগ অস্বীকার করে এবং বলে তাদের হয়ে কাজ করা প্রত্যেক গুপ্তচর সংশ্লিষ্ট দেশের স্থানীয় আইন পুরোপুরি মেনেই তাদের কার্যকলাপ চালিয়েছে।

মেটার কর্মকর্তারা বলছেন, ফেসবুক ব্যবহারকারী যারা গোপন নজরদারির শিকার হয়েছেন তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক নোটিশ পাঠানো হবে, তবে কী ধরনের নজরদারি চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে না।

সারাবাংলা/একেএম

পেগাসাস ম্যালওয়্যার ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর