Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোনকে নিয়ে বনানী কবরস্থানে শেখ হাসিনার শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২১ ২১:২৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ২১:৪৩

ঢাকা: বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নিজ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সকালে বনানী কবরস্থানে যান। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের যেসব সদস্যকে তারা হারিয়েছিলেন, সেখানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে নিয়ে ঘুরে দাঁড়াচ্ছিলেন, ঠিক তখন পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় জাতির পিতার প্রাণ। শুধু জাতির পিতাই নয়, তার পরিবারের প্রায় সব সদস্যকেই সেদিন জীবন দিতে হয়েছিল।

জাতির ইতিহাসের কলঙ্কিত সেই রাতে ঘাতকরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল ও বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে হত্যা করে।

একই রাতে নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকট আত্মীয় শহিদ সেরনিয়াবাত ও রিন্টুও প্রাণ বাঁচাতে পারেননি। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই)  সিদ্দিকুর রহমান এবং নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলকেও গুলি চালিয়ে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুকে জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দাফন করা হলেও পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

সারাবাংলা/এনআর/টিআর

পঁচাত্তরের শহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে শেখ রেহানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর