Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে ট্রেনের ধাক্কায় শেফালী বেগমের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২১ ২০:২৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ২২:৩৭

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মগবাজার কমিউনিটি হাসপাতালে আয়ার চাকরি করতেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা শেফালীকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী সাজেদা বেগম জানান, সন্ধ্যা ৫টার দিকে মালিবাগ রেলগেটে কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে শেফালী বেগমের। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। তখন অনেক লোক তাকে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। তাদের ভেতর থেকে তিনি নিজেই অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে আসেন।

খবর পেয়ে মৃত আয়শার মেয়ে টুম্পা হাসপাতালে আসেন। তিনি সাংবাদিকদের জানান, তার মা চলতি মাসের ১০ তারিখেই ওই হাসপাতালে চাকরি নিয়েছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে তিনি বাসা থেকে বের হয়ে কাজে যান। সন্ধ্যায় বাসায় ফিরছিলেন। তখনই দুর্ঘটনার শিকার হয়েছে বলে শুনতে পেরেছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

সারাবংলা/এসএসআর/এমও

ট্রেনের ধাক্কা মগবাজার কমিউনিটি হাসপাতাল মালিবাগ শেফালী বেগম