ফিলিপাইনে নজিরবিহীন সুপার টাইফুন রাইয়ের আঘাত
১৭ ডিসেম্বর ২০২১ ১৮:৫৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ২১:৫১
ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সুপার টাইফুন রাইয়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু গ্রাম ও শহর। শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটিতে স্মরণকালের ভয়াবহতম টাইফুনটি আঘাত হানে। এতে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে প্রাণহানির সংখ্যা আরও ব্যাপকহারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, এমন শক্তিশালী টাইফুন ফিলিপাইনে নজিরবিহীন।
আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার টাইফুন রাইয়ের আঘাতের পূর্বাভাস থাকায় প্রায় ৩ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। শুক্রবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে রাই আঘাত হানার পর অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট, গাছপালা ধ্বংস হয়ে গেছে।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার নির্বাহী পরিচালক রিকার্ডো জালাদ আল জাজিরাকে জানিয়েছে, টাইফুনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিয়ারগাও দ্বীপ। এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি।
স্থানীয় এক সাংবাদিক আল জাজিরাকে বলেন, টাইফুনে আক্রান্ত এলাকার প্রায় প্রতিটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চারদিকে ধ্বংসস্তূপ। প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা সদর দফতর ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে হচ্ছে শহরে বোমা হামলা চালানো হয়েছে।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণ ফিলিপাইনে এ যাবতকালে আঘাত হানা টাইফুনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন রাই। টাইফুনের আঘাতে বহু গ্রাম ও শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। টাইফুনের আঘাতের পূর্ণ চিত্র এখনও সামনে আসেনি। আস্তে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ফুটে উঠছে।
সারাবাংলা/আইই