Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২১ ১৬:৪৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ২০:৫২

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়ক ও ইসলাম মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি শহিদুল ইসলাম কবির সারাবাংলাকে জানান, ২৩ ডিসেম্বর সকাল ১০টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রায় ১০০ জন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিভিন্ন রাজনৈতিক দলের বীর মুক্তিযোদ্ধাদের এরইমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ঢাকায় পতাকা র‌্যালি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে র‌্যালিটি বের হবে বিজয়নগর মোড় ঘুরে উত্তর গেটে এসে শেষ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সারাবংলা/এজেড/এমও

ইসলামী আন্দোলন টপ নিউজ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর