Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নামছে দ্রুত, কমবে আরও

সারাবাংলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১ ১৫:১৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ২০:৫৩

আজ পৌষের দুইদিন। শীত জেঁকে বসতে শুরু করেছে। ইতোমধ্যেই দেশের সর্বাধিক শীতপ্রবণ এলাকা তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী ৩ তিনে রাতের তাপমাত্রা আরও হৃাস পাবে। একইসঙ্গে সকালের দিকে কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।

সারাবাংলা/এএম

টপ নিউজ শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর